আল হিলাল পত্রিকার ৪৭তম বর্ষ উদযাপন অনুষ্ঠান ১২ই

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : অসম–ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি থেকে প্রকাশিত মাসিক আল হিলাল পত্রিকা তার গৌরবময় ৪৭তম বর্ষে পদার্পণ করেছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পত্রিকার পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এক অনন্য গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। আগামী ১২ অক্টোবর, রবিবার, উত্তর ত্রিপুরা জেলার কদমতলার ঐতিহ্যবাহী চল্লিশ দ্রুন মদিনাতুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে গুণীজন সংবর্ধনা সমিতি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা এই আয়োজনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন।

পত্রিকার সম্পাদক মওলানা আবুনসর আব্দুর রৌফ জানান, আল হিলাল পত্রিকার ৪৭তম বর্ষ শুরু উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হবে। এ আয়োজন কেবল একটি সংবর্ধনা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার এক সেতুবন্ধন।এবারের অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ছয়জন গুণীজনকে বিশেষভাবে সম্মান জানানো হবে।

এবারের অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, আগামী দিনে জেলা ও প্রদেশ পর্যায়ে আরও বড় পরিসরে গুণীজন সংবর্ধনার পরিকল্পনা রয়েছে। সম্পাদক মওলানা রৌফ বলেন, আমাদের উদ্দেশ্য হলো, নতুন প্রজন্ম যেন এই মহৎ উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়, তারা যেনও সমাজের সেবায় এগিয়ে আসে এবং মানবিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে।

১২ অক্টোবর দুপুর বেলা ১টায় এই মহতী অনুষ্ঠানের সূচনা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি প্রয়োজন।সংবর্ধনা পরিচালন সমিতির পক্ষে মাওলানা সাহাব উদ্দিন আহ্বান জানিয়ে বলেন—আমরা চাই সবাই একত্রিত হয়ে এই মহৎ উদ্যোগকে সার্থক করে তুলুক। গুণীজনদের সম্মান জানানো মানে কেবল তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া নয়, বরং সমাজের সামনে এক আলোকবর্তিকা তুলে ধরা। আজকের সাংবাদিক বৈঠকে আয়োজক সমিতির সঙ্গে উপস্থিত ছিলেন মওলানা বসির আহমদ সাবেরি মওলানা মুফতি নায়ীম আহমদ মওলানা কাজি আব্দুল কাইয়ুম মওলানা রিয়াজুদ্দিন আলজলিলি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব।

Spread the News
error: Content is protected !!