‘পরীক্ষা দেও হাসতে হাসতে’ ভারত বিকাশ পরিষদের সেমিনার পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ জুন : ছাত্র জীবনে প্রতিটি পরীক্ষায় অযথা চাপ না নিয়ে খুশির মেজাজে পড়ুয়াদের পরীক্ষা দেবার আহ্বান জানালেন গুয়াহাটি থেকে আগত ধর্মরাজ যোশী। বৃহস্পতিবার প্রথমবারের মত ভারত বিকাশ পরিষদ পাথারকান্দি শাখার ব্যবস্থাপনায় ও মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জ্যোতির্ময় নাথের সহযোগিতায় স্কুল প্রেক্ষাগৃহে ‘পরীক্ষা দেও হাসতে হাসতে’ নামের বিশেষ এক সেমিনারে তিনি প্রেরনাদায়ক বক্তব্যে পড়ুয়াদের চাপ মুক্ত হয়ে পরীক্ষায় বসার বেশকিছু মূল্যবান টিপস দেন। মত বিনিময় করেন পড়ুয়াদের সঙ্গে।

এর আগে স্বাগতিক বক্তব্যে স্কুল অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ এই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন। বলেন, এই সেমিনারের মাধ্যমে প্রতিটি পরীক্ষায় চাপমুক্ত থেকে পড়ুয়ারা ভালো ফলাফল  করবে বলে তিনি দৃঢ় আশাবাদী। যা দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি উপভোগ করে এবং আগামী দিনে কার্যকরী ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করে।

'পরীক্ষা দেও হাসতে হাসতে' ভারত বিকাশ পরিষদের সেমিনার পাথারকান্দিতে

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পৃথ্বীশ রায়, মুক্তি ভট্টচার্য, প্রণবীর সিংহ, হরিয়ম গুপ্ত, শর্মিলা দাস সহ ভারত বিকাশ পরিষদের সভাপতি, সম্পাদক, সদস্য ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা।

Author

Spread the News