জুবিনকে নিয়ে উপাচার্যের মন্তব্যে উত্তপ্ত তেজপুর বিশ্ববিদ্যালয়
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে নিয়ে উপাচার্যের মন্তব্যে তেজপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শম্ভুনাথ সিংহ প্রয়াত শিল্পী জুবিন গর্গকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উপাচার্য শম্ভুনাথ সিংহ ছাত্রছাত্রীদের রোষের মুখে পড়েছেন।
ছাত্রছাত্রীদের অভিযোগ, তারা জুবিন গার্গকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর অনুমতি চাইলে উপাচার্য তা প্রত্যাখ্যান করে ‘Don’t make things funny’ মন্তব্য করেন। এই মন্তব্যেই ছাত্রছাত্রীদের ক্ষোভ চরমে ওঠে।
এই ঘটনার জেরে রবিবার রাতে শতাধিক ছাত্রছাত্রী সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। একইভাবে সোমবারও তারা বিকেলে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এছাড়াও অভিযোগ উঠেছে যে, সরকারি শোক পালনের নির্দেশনা জারি হওয়ার পরও তেজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠদান চালিয়ে যায় এবং পূর্বঘোষিত ছাত্র একতা সভার নির্বাচনও অনুষ্ঠিত করে। একই সময়ে সংবাদমাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে যে তারা জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছে। কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ, বাস্তবে কোনও আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়নি।
প্রতিক্রিয়াস্বরূপ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি হলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার একটি বিজ্ঞপ্তি জারি করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের ঘোষণা দেন। তবে ছাত্রছাত্রীরা উপাচার্য শম্ভুনাথ সিংহের কথিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানায়। জানা গেছে, সোমবার প্রতিবাদস্থলে উপাচার্য উপস্থিত হলেও তিনি নিজের বক্তব্যে অনড় থাকেন বলে অভিযোগ উঠেছে।