মোহনপুর বাজারের জ্যোতি অ্যাকাডেমিতে শিক্ষক দিবস পালন

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : বড়খলার মোহনপুর বাজারের জ্যোতি অ্যাকাডেমিতে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালন করা হয় শিক্ষক দিবস। শুক্রবার শিক্ষক দিবসের অনুষ্ঠানের পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন অধ্যক্ষ মুকুল সিনহা ও শ্যামসুন্দর সিনহা। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা কবিতা, নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলে। বক্তব্যে অধ্যক্ষ মুকুল সিনহা বলেন, ভারতে, সমাজ ও জাতির প্রতি শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শিক্ষক দিবসটি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়, যিনি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, একজন দার্শনিক, পণ্ডিত এবং ভারতরত্ন সম্মানিত ব্যক্তি।

এদিন শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন শামসু  উদ্দিন, রিতা সিনহা, জয়শ্রী সিনহা, সুস্মিতা সিনহা, রিয়া সিনহা, নবজ্যোতি সিনহা, বিজন সিনহা, সুপ্রভাত সিনহা, পূজা সিনহা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেন্দ্র সিনহা, গৌরমোহন সিনহা, প্রদীপ সিনহা, মানব সিনহা, প্রভাত সিনহা প্রমুখ।

Spread the News
error: Content is protected !!