শিক্ষক সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়ার সংবর্ধনা জাতীয় সাহিত্য সংগঠনের
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : বরাক উপত্যকার কৃতী শিক্ষক সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়া এ বছর অসম রাজ্য শিক্ষক সম্মান লাভ করায় তাঁকে সংবর্ধনা জানালো জাতীয় সাহিত্য সংগঠনের। মঙ্গলবার এ উপলক্ষে বিশিষ্ট ছড়াকার এম রিয়াজুল আজহার, খ্যাতনামা ফটোগ্রাফার দিদারুল ইসলাম মজুমদার এবং কবি বদরুল ইসলাম লস্কর যৌথভাবে পিএম শ্রী জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হন। তাঁরা উত্তরীয় পরিয়ে এবং মানপত্র প্রদান করে সুফিয়ানকে সম্মানিত করেন।
সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়া দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর এই অর্জনকে বরাক উপত্যকার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন অতিথিরা। এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁর কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর এই অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের পাশাপাশি একটি একান্ত আলাপচারিতায় ছড়াকার এম রিয়াজুল আজহার নিজের রচিত ছড়া আবৃত্তি করে শোনান। রিয়াজুল নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তিনি বর্তমানে শিশু সাহিত্যের বিকাশের ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। সুফিয়ান তাঁর ছড়ার প্রশংসা করে বলেন, রিয়াজুলের রচনা প্রকৃতি, সমাজ এবং জনপদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত।
এদিন কবি বদরুল ইসলাম লস্কর সমকালীন লেখালেখি ও ছাপা মাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি পিএম শ্রী জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। এই অনুষ্ঠান বরাক উপত্যকার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।