শিক্ষক আলা উদ্দিন লস্কর প্রয়াত

বরাক তরঙ্গ, ১৯জানুয়ারি : রংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা নিরদা সুন্দরী এমই স্কুলের প্রাক্তন শিক্ষক আলা উদ্দিন লস্কর আর নেই। শনিবার রাত ৩টায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি রেখে গেছেন দুই ছেলে, এক মেয়ে, তিন ভাই, এক বোন, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। তিনি নিরদা সুন্দরী এমই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে কাজ করে অবসর গ্রহণ করেন। বিগত কয়েকদিন থেকে মধুমেহ রোগে ভুগছিলেন। শনিবার শেষরাতে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনটায় সময় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার বিকেল ২টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। 

পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।পরিচিত মহল সহ আত্মীয় স্বজনরা প্রয়াতের বাড়িতে ছুটে এসে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নিরদা সুন্দরী এমই স্কুলের শিক্ষকবৃন্দ, দারুল উলুম সাহাবাদ মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা মনির উদ্দিন লস্কর, কাটলিছড়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য ইমরুল আলম বড়ভূইয়া, সাহাবাদ হাইস্কুলের শিক্ষক নজরুল হক লস্কর প্রমুখ।

Spread the News
error: Content is protected !!