দিগরখালে গ্যাস ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনা, আতঙ্ক

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : কাটিগড়া কেন্দ্রের দিগরখালের দুর্গানগরে সংঘটিত হল এক গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা। জানা গেছে, দ্রুত গতিতে আসা গ্যাসট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ছয় নম্বর জাতীয় সড়কের উপর উল্টে পড়ে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় কারণ ট্যাঙ্কারটিতে গ্যাস বোঝাই ছিল। ঘটনাটি সংঘটিত হয় রবিবার।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গুমড়া পুলিশ এবং কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে। পরে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর উপস্থিতিতে ক্রেনের সহায়তায় গ্যাস ট্যাঙ্কারটি জাতীয় সড়কের উপর থেকে তোলা হয়।
