চিনের সঙ্গে কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনতে চায় তাইওয়ান, প্রেসিডেন্ট লাই

২৬ মে : চিনের সঙ্গে সমঝোতার মাধ্যমে নিজেদের কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। গত সপ্তাহে শপথ নেওয়ার পর লাইয়ের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে বেইজিং। ভাষণে লাই তাইওয়ানের প্রতি চিনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানান।

তিনি তাইওয়ানকে স্বাধীন দ্বীপ হিসেবে উল্লেখ করায় সেসময় কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। পরে গত বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করে চিন। এছাড়া ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। বেইজিংয়ের এই ঘোষণার পরপরই দুদেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইয়ের এই পদক্ষেপ গুরুপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ।

নিজ দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) তাইওয়ানের দক্ষিণাঞ্চলের শহর তাইনানে অনুষ্ঠিত এক বৈঠকে লাই চিনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি তাইওয়ানের সাথে চিনের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানান। লাই চলতি বছরের জানুয়ারিতে বিপুল ভোটে জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। চিনের সামরিক মহড়ার পর আঞ্চলিক উত্তেজনা কমিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

Author

Spread the News