T20 world cup : প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বুমরা

২৯ জুন : ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জয় করেছে ভারত। জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন বুমরা। আজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট-ও হলেন জাসপ্রীত বুমরাই। তিনি বলেন, ‘সাধারণত আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। তবে আজ আমার কাছে কোনও শব্দ নেই, সাধারণত খেলার পরে কাঁদি না কিন্তু আজ আবেগে গলা বুজে আসছে। আমরা সমস্যায় পড়েছিলাম কিন্তু সেখান থেকে জয় পেয়েছি। আমার পরিবার এসেছে, এর চেয়ে ভালো অনুভূতি আর নেই।’

Author

Spread the News