কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড
২৯ জুন : ২-০ গোলের ব্যবধানে ইতালিকে হারিয়ে দিল সুইৎজারল্যান্ড। সুইৎজারল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন রেমো ফ্রিউলার। ৩৭ মিনিটের মাথায় তিনি বল জালে জড়িয়ে ব্যবধান বাড়িয়ে দেন। ৪৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন রুবেন ভর্গস।
যদিও এদিন মাঠে বলের দখল বেশি রেখেছে ইতালি। ম্যাচে ৪৯% বল ছিল সুইৎজারল্যান্ডের পায়ে। এই জয়ের সঙ্গে সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।