সোনাইয়ে পরেশ-জোৎস্না ফুটবলের ফাইনালে স্বাধীনবাজার
প্রতিযোগিতার ফাইনাল সোমবার
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জুন : শিলচরের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত প্রাইজমানি গ্রামীণ ফুটবলের ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নিল স্বাধীনবাজার এফসি। শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের এক উত্তেজনাকর ম্যাচে তারা প্রতিপক্ষ দল সোনাই ইলেভেনকে হারায়। ২-০ গোলের ব্যবধানে। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় আয়োজিত এদিনের ম্যাচে প্রতিপক্ষ সোনাই অবশ্য বেশ কয়েকটি গোলের সুযোগ লাভ করলেও তিনকাটি ভেদ করতে পারেনি। ফলে শেষ চার থেকেই বিদায় নিতে হয়। ম্যাচে স্বাধীনবাজার ফুটবল দলের হয়ে প্রথম গোল করেন লাওলি নিলং। ম্যাচের বয়স তখন ৫ মিনিট। দ্বিতীয় গোলটি আসে নামধন সানার পা থেকে। ম্যাচের ৪২মিনিটে।

আগামী সোমবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে স্বাধীন বাজার দলের মুখোমুখি হবে স্বাধীনবাজার ফুটবল দল। এদিনের ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় ও রেফারি ইকবাল বাহার লস্কর, সমাজসেবি আয়েশা চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার সবুর (টুকন) মজুমদার, হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পি সি দত্ত, খোঁজ সচিব সজল লস্কর, সুরজিৎ সোম, শাজাহান লস্কর, বদর উদ্দিন মজুমদার প্রমূখ।
এদিনের ম্যাচ পরিচালনায় ছিলেন হোসেন আহমেদ বড়ভুইয়া। তাঁকে সহযোগিতা করেন মিফতাহ উদ্দিন লস্কর, বদরুজ্জামান লস্কর এবং রুবেল লস্কর। ম্যাচের সেরা খেলোয়াড় আশরাফুল আলমের হাতে সোনাই এনজি এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ মণির উদ্দিন লস্কর স্মৃতি পুরস্কার তুলে দেন ইকবাল বাহার লস্কর, আয়েশা চৌধুরী ও অধ্যক্ষ পিসি দত্ত।