এসভিসিসি-র ‘রিমেম্বার আওয়ার হিরোজ অনুষ্ঠান’ শনিবার
১২খেলোয়াড়, ৫ ক্রীড়া সংগঠককে সম্মান
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শনিবার ‘রিমেম্বার আওয়ার হিরোজ’ শীর্ষক বর্ষসেরা অনুষ্ঠান আয়োজন করছে শিলচর ভেটেরন ক্রিকেট ক্লাবের (এসভিসিসি)। হোটেল বড়াইল হোমসে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এদিন ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টের এগারোজন খেলোয়াড় সহ পাঁচ ক্রীড়া সংগঠককে সম্মান জানানো হবে। স্টেট ইয়ুথ লিগ ফুটবল চ্যাম্পিয়ন লক্ষীপুরের লেনরোল এফসি দলকেও সংবর্ধিত করা হবে।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, সচিব দীপঙ্কর দেব, সহসভাপতি শুভাশিস চৌধুরী, কোষাধ্যক্ষ অভিজিৎ দাস, নিরঞ্জন দাস, হিমাদ্রি শেখর দাস, রেহান জামিল মজুমদার এবং অমিত পাল। বয়স গ্রুপের ক্রিকেট সহ সিনিয়র স্তরে দারুণ প্রদর্শন করায় শনিবারের মূল আকর্ষণ স্পিনার ঋত্বিক ধর। ক্রিকেটার অব দ্য ইয়ার এবং প্রমিসিং ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পাবেন তিনি।
ক্রীড়ায় অবদানের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা পুরস্কার পাবেন যাঁরা- তারা হলেন ঊর্মিলা চ্যাটার্জি (মহিলা বর্ষসেরা ক্রিকেটার), মঙ্গলা সিং (মহিলা প্রমিসিং ক্রিকেটার), ঋতুরাজ বিশ্বাস (আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ইন নুরুদ্দিন ট্রফি ক্রিকেট), মনোজিৎ দাস (বিশেষ সক্ষম ক্রিকেটার), সামপাও রংমাই (বর্ষসেরা ফুটবলার), সুরজ গোয়ালা (বর্ষসেরা শ্যাটলার), দিবিজা পাল (বর্ষসেরা প্যাডলার), অভ্রজ্যোতি নাথ (বর্ষসেরা দাবাড়ু), রাজু দাস (লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান)।
এদিকে, যে পাঁচজন সংগঠককে সম্মান জানানো হবে। তাঁরা হলেন হেমরঞ্জন দাস, বিকাশ শ্যাম, ড. অনুপ কুমার রায়, সুজয় দত্তরায় ও মন্টু শুক্লবৈদ্য।