বরাকের জন্য বিকল্প পথ নির্মাণ নিয়ে গড়করির সঙ্গে সাক্ষাৎ সুস্মিতার

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ জুলাই : সাংসদ সুস্মিতা দেব বুধবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে সাক্ষাৎ করে বরাক উপত্যকা এবং দেশের বাকি অংশের সঙ্গে সংযোগ করার জন্য বিকল্প রুট নির্মাণের দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য দেব মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং দাবি করেছেন যে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বালাছড়া থেকে হারঙ্গাজাও পর্যন্ত ৩১কিলোমিটার রাস্তার মেরামতের কাজ দ্রুত শেষ করতে হবে।

তিনি জোয়াই-বদরপুর ৬ নম্বর জাতীয় সড়কের মেরামতের দাবি জানিয়ে বলেন, এই ৬নম্বর জাতীয় সড়ক দেশের বাকি অংশের সঙ্গে বরাক উপত্যকা, মিজোরাম এবং ত্রিপুরার জীবন রেখা হিসেবে চিহ্নিত। তিনি বলেন, হারাঙ্গাজাও-তুরুক সড়কটিকে বিকল্প সড়ক হিসেবে নির্মাণ করতে হবে।

Author

Spread the News