৭ নং ধারার ভিত্তিতে বরাকের উন্নয়নে সরব হওয়ার আহ্বান সুস্মিতার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : ৭ নং ধারার ভিত্তিতে বরাকের বিভিন্ন দাবি ও উন্নয়ন নিয়ে উপত্যকার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন গুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন সাংসদ সুস্মিতা দেব। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ও বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট প্রসঙ্গে বিভিন্ন তথ্য জনসমক্ষে তুলে ধরে এই আহ্বান জানান তিনি। তৃণমূল নেত্রী জানান, অসম চুক্তিকে দু’টি ধারা রয়েছে, ৫নং ধারায় ১৯৭১ সালের কথা বলা হয়েছে এবং ৬ নং ধারায় ১৯৫১ সালের কথা উল্লেখ করে অসমিয়া জাতির ভাষা-সংস্কৃতি ও কৃষ্টিকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

ইতিমধ্যে ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের তরফে যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, তাতে অসম চুক্তির ৫ নং ধারার কথা বলা হয়েছে। এবং বিপ্লব শর্মা কমিটির রিপোর্টে অসম চুক্তির ৬ নং ধারার কথা বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়দানে এনআরসি ও সিএএ-এর উপর কোনও প্রভাব ফেলবে না বলে ধারণা সুস্মিতার। কারণ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ভিত্তিতে সিএএ বাতিল করা যাবে না এবং এনআরসিও কার্যকর করা যাবে না বলে এদিন জানিয়েছেন তিনি। অসম চুক্তির ৭ নং ধারা নিয়ে যেহেতু কোন ধরনের বিতর্ক হচ্ছে না। তথাপিও অসম চুক্তির কথা যখন উঠেই এসেছে। তখন ৭ নং ধারার ভিত্তিতে বরাকের বিভিন্ন দাবি-দাবা ও উন্নয়ন নিয়ে উপত্যকার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন গুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যান্য বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে উপত্যকার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সুস্মিতা দেব।

Author

Spread the News