অসমে বিভাজন সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী নিজেই, পাল্টা অভিযোগ সুস্মিতার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দু’দিনের সফরে এসে শিলচরে দু’টি মুর্তি উন্মোচন করে গেছেন। এবং অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা দেবকে অতিথি বলে অভিহিত করার পাশাপাশি সুস্মিতা হিন্দুদের বিভাজন করার চেষ্টা চালাচ্ছেন বলেছিলেন। একই সঙ্গে বরাকের হিন্দু বাঙালিরা সুরক্ষিত বলে মুখ্যমন্ত্রী এদিন মন্তব্য করে গেছেন।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে সাংসদ সুস্মিতা দেব পাল্টা অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী অসমে বিভাজন সৃষ্টি করছেন। সুস্মিতা দেব জানান, বিজেপি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় চলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। কারণ বাঙালি বিরোধী মনোভাব রয়েছে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের। তথ্য তুলে ধরে তিনি জানান,”এনআরসি” ও “সিএএ”এর ক্ষেত্রে হিন্দু বাঙালিরা বেশিরভাগ বঞ্চিত হয়েছেন। তাহলে হিন্দু বাঙালিরা কিভাবে সুরক্ষিত? মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চেয়েছেন তিনি। “সিএএ” বিজেপির একটি ফ্লোপ শো বলে মন্তব্য সুস্মিতা দেবের। কারণ “সিএএ”এর মাধ্যমে বিজেপি হিন্দু বাঙলিদের বিদেশি সাজানোর প্রয়াস করছে বলে জানিয়েছেন সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রীকে অযথা মিথ্যার আশ্রয় না নেওয়ার আবেদন রাখেন। শাসক দল হিন্দু বাঙালিদের জন্য এখন পর্যন্ত কী করেছে এ প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। বলেন, যেদিন হিন্দু বাঙালিরা সরে দাঁড়াবেন সেদিন বিজেপির কমর ভেঙে যাবে।
এ দিন বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপি সহ অসমের মুখ্যমন্ত্রীকে সমালোচনার কাঠগড়ায় তুলে ধরে জনগণকে শাসক বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।