ভাই-ভাই মেডিসিন সেন্টারের স্বর্তাধিকারী সুশীল চক্রবর্তী প্রয়াত
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিলচরের প্রবীণ নাগরিক তথা ৯০ এর দশকের ভারতীয় জনতা পার্টির ডাকসাইটের নেতা ও ভাই-ভাই মেডিসিন সেন্টারের স্বর্তাধিকারী সুশীল চক্রবর্তী। বৃহস্পতিবার আনুমানিক সকাল আটটা ৪৫ মিনিটে সুশীল চক্রবর্তী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী সতী চক্রবর্তী, পুত্র ভেঙ্কটেশ্বর চক্রবর্তী ও কন্যা নিতু চক্রবর্তী। কর্মজীবনে সুশীল চক্রবর্তী আশির দশকে স্বাস্থ্যজনিত কারণে মেঘালয় থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি শিক্ষক চলে আসেন এবং জীবনদায়ী ঔষধের ব্যবসা শুরু করেন। ওষুধের ব্যবসার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হন।
রাম জন্মভূমি আন্দোলনের সময় তিনি কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি ছিলেন এবং তাঁর নেতৃত্বে সমগ্র কাছাড় জেলা জুড়ে রাম জন্মভূমি আন্দোলন এক ব্যাপক মাত্রা পায়। পরবর্তীতে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং সেখানেও তিনি সুনামের সঙ্গে দীর্ঘদিন কাজ করে যান। তাছাড়াও তিনি আসাম সাহিত্য সভা, হিন্দু মিলন পরিষদ, কাছাড় জেলা ড্রাগ ডিলার্স অনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। মৃত্যুকালে রেখে গিয়েছেন অসংখ্য গুনমুগ্ধ আত্মীয়-স্বজনেরা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ। মরদেহ শিলচর শশ্মান ঘাটে শেষকৃত্য চলাকালীন উপস্থিত ছিলেন জেলা বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রী লিপীকা রায়, শিলচর বিজেপি মণ্ডলের সহ-সভাপতি কাজল রায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থা প্রমুখ সন্তোষ রাই, প্রাক্তন পুর কমিশনার সজল বণিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য প্রমুখ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।