অবাক কাণ্ড! একটি অটোতে ১৪ জন স্কুল পড়ুয়া
২২ মার্চ : অবাক কাণ্ড, কীভাবে সম্ভব? দেখেই পথচলতি মানুষের মনে এই প্রশ্ন বারে বারে উঁকি মারছে। শঙ্কা হচ্ছে যে, যেকোনও সময় বোধহয় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তবে, এসব নিয়ে তেমন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এতদিন কোনও হস্তক্ষপ হয়নি। কিন্তু, এবার হুঁশ ফিরেছে! আর তাতেই ধরা পড়েছে তাজ্জব ঘটনা।
উত্তর প্রদেশের ঝাঁসির ব্যস্ত মোড়। দিনের মাঝপথে একজন পুলিশ কর্মী চেকিংয়ের জন্য একটি অটোরিকশাকে থামায়। তখনই দেখা যায় যে, ওই ছোট্ট অটোরিকশাতে ১৪ জন স্কুল পড়ুয়া চাপাচাপি করে কোনওরকমে বসে আছে। যা দেখেই ওই ট্রাফিক পুলিশ অফিসার অবাক হয়ে যান।
বিকেডি মোড়ে মোতায়েন একজন পুলিশ অটোতে স্কুল ইউনিফর্ম পরা অনেক শিশুকে দেখে তিন চাকার গাড়িটিকে থামিয়েছিলেন। দেখা যায়, চালকের সঙ্গে সামনের সিটে কমপক্ষে তিনজন শিশু এবং পিছনে ১১ জন শিশু বসে রয়েছে।
পুলিশ অফিসার যখন শিশুদের অটো থেকে নামতে বলেন, তখন একজন ব্যক্তি তিন চাকার গাড়িতে বসে থাকা পড়ুয়াদের সংখ্যা গণনা করে ঘটনাটি রেকর্ড করেছিলেন।

