রবিবার সোনাইয়ে রেফারি প্রশিক্ষণ শিবির

বরাক তরঙ্গ, ১২ জুলাই : একদিবসীয় রেফারি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। আগামীকাল রবিবার সকাল ৭টা থেকে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে এক বিশেষ রেফারি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন জাতীয় রেফারি তথা বর্তমান শিলচর জেলা ক্রীড়া সংস্থার রেফারি ট্রেনিং সেন্টারের সচিব প্রবীর দাস।  প্রশিক্ষণ শিবিরে সব রেফারিদের উপস্থিত থাকা অনুরোধ জানানো হয়। 

IFAB কিছু নতুন নিয়ম এনেছে। এ নিয়ে বিশ্লেষণ করা হবে। প্রশিক্ষণ শিবিরে যদি নতুন ভাবে কেউ যোগ দিতে চান তাহলে যোগাযোগ করা আহ্বান জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

Author

Spread the News