সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, মৃত ৬
৪ মার্চ : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বড় ধরনের হামলা হয়েছে। বানু জেলায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার খবর পাওয়া গিয়েছে। দুই আত্মঘাতী জঙ্গি ক্যাম্পের গেটে গোলাবারুদ বোঝাই দুটি গাড়ি নিয়ে ঢুকে ধাক্কা মারে বলে খবর।
সংঘর্ষের পর একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হামলার পর, সেনা কর্মী ও কর্তারা সামনে থেকে কাউন্টার অভিযানে নেমে পড়েছেন।
