৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটকে সফল করার আহ্বান এসইউসিআইর

বরাক তরঙ্গ, ৮ জুলাই : কেন্দ্রের বিজেপি পরিচালিত এনডিএ সরকারের শ্ৰমিক, কৃষক, মেহনতী মানুষের জীবন, জীবিকার উপর নামিয়ে আনা ভয়ঙ্কর আক্রমণের বিরুদ্ধে ১০টি কেন্দ্ৰীয় ট্ৰেড ইউনিয়ন, কৰ্মচারী ফেডারেশন এবং কৃষক সংগঠনগুলো আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধৰ্মঘটের আহ্বান জানিয়েছে। অবিলম্বে চারটি শ্ৰমকোড বাতিল, ৮ ঘণ্টা কৰ্ম দিবস বহাল রাখা, সরকারি খণ্ডের ব্যক্তিগতকরণ বন্ধ করা, পুরনো পেঞ্চন স্কিম (OPS) বহাল রাখা, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২৩ প্ৰত্যাহার করা, জাতীয় শিক্ষানীতি, ২০২০ বাতিল করা, মূল্যবৃদ্ধি রোধ করা সহ ১৭ টা দাবির ভিত্তিতে আহ্বান জানানো এই ধৰ্মঘট অসমে সফল করে তুলতে আহ্বান জানায় এসইউসিআই (সি) দলের অসম রাজ্য কমিটি।

দলের রাজ্য সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, শোষক পুঁজিপতি শ্ৰেণীর স্বাৰ্থরক্ষাকারী বিজেপি সরকারের স্বৈরাচারী শাসন প্ৰতিহত করতে হ’লে ঐক্যবদ্ধ গণতান্ত্ৰিক আন্দোলন গড়ে তোলার বাইরে অন্য কোনো পথ নেই। তিনি দেশব্যাপী ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানোর পাশাপাশি ৯ জুলাইয়ের সাধারণ ধৰ্মঘট সৰ্বাত্মক সফল করতে রাজ্যের শ্ৰমিক, কৃষক, কৰ্মচারী, ছাত্ৰ-যুব, মহিলা সহ সৰ্বস্তরের জনসাধারণকে ধৰ্মঘটে সামিল হতেও আহ্বান জানান।

৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটকে সফল করার আহ্বান এসইউসিআইর

Author

Spread the News