প্ৰতিবাদী ও অত্যন্ত উচ্চমানের গুণী শিল্পী : এসইউসিআই
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সবার প্রিয় প্ৰখ্যাত শিল্পী জুবিন গৰ্গের অকাল প্রয়াণে শোক প্রকাশ করল এসইউসিআই (সি) দলের অসম রাজ্য কমিটি। দলের রাজ্য সম্পাদক চন্দ্ৰলেখা দাস গভীর শোক প্রকাশ করে এক প্রেস বার্তায় বলেন, একজন প্ৰতিবাদী ও অত্যন্ত উচ্চমানের গুণী শিল্পী হিসেবে রাজ্যবাসী তাঁকে সবসময় মনে রাখবে।
উল্লেখ্য, শুক্রবার জনপ্রিয় অসমিয়া গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ সিঙ্গাপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন, যেখানে শুক্রবার তার পারফর্ম করার কথা ছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২। তাঁর অকাল প্রয়াণে গোটা রাজ্য শোকাহত।