চলমান উচ্ছেদ অভিযানকে নির্মম নিষ্ঠুর ও অমানবিক আখ্যা এসইউসির

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : রাজ্যের চলমান উচ্ছেদ অভিযানকে নির্মম নিষ্ঠুর ও অমানবিক বলে গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে বলেন, গভীর মর্মবেদনা এবং তীব্র ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে সমস্ত রাজনৈতিক দল, গণতন্ত্রপ্রিয় চিন্তাশীল, বুদ্ধিজীবী ও অতীব মানবিক ব্যক্তিদের গভীর উদ্বেগ, উৎকণ্ঠাকে উপেক্ষা করে নির্মমভাবে উচ্ছেদ চালাচ্ছে বিজেপি সরকার। সরকারি জমি বেদখল মুক্ত করার নামে সরকারি জমিতে বহু বহু বছর ধরে বসবাসরত হতদরিদ্র, নিতান্তই অসহায়, ভূমিহীন, ভয়ঙ্কর নদী ভাঙন জনিত কারণে বাস্তুচ্যুত হওয়া লোককে, বিকল্প পূর্ণবাসনের কোন ব্যবস্থা না করে বিষাক্ত জাতি বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষের জন্ম দিয়ে যাঁরা নিশ্চিত রূপে ভারতীয় নাগরিক, যাঁরা এনআরসি’র অন্তর্ভক্ত তাঁদের নির্বিচারে উচ্ছেদ করছে। জায়গায় জায়গায় উচ্ছেদ হওয়া নিরীহ হতদরিদ্র মানুষের কাতর আর্তি পায়ে মাড়িয়ে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করছে এবং যেটা গভীর দুঃখের, গভীর বেদনার। বলেন, মহান পুরুষ, অসম তথা সমগ্র ভারতের গৌরব, অসমের সভ্যতা স্থাপনের মহান রূপকার শ্রীমন্ত শঙ্কর দেবের শিক্ষা, আবেদন ও আর্তিকে জলাঞ্জলী দিয়ে সরকার তাঁর পক্ষে প্রতিদিন সাফাই গাইছে এবং উল্লাস প্রকাশ করছে। অসম সরকারের প্রতি আমাদের আর একবার আবেদন অসমের অতীব সংবেদনশীল, অতীব মানবিক, লক্ষ্য কোটি অসমিয়াভাষী জনগণের প্রকৃত আকাঙ্খা যথাযথভাবে উপলব্ধি করা।

এবং ভবিষ্যত রক্ষা করার নামে তাদের অহেতুক আবেগপ্রবণ করে তোলার, তাদের চূড়ান্ত মিথ্যা, চূড়ান্ত অন্যায় পথে পরিচালনা করার ফ্যাসীবাদী পথ থেকে সরে আসুন এই কারণেই যে ইতিহাস এই শিক্ষাই দিয়েছে যে, কোন অন্যায় পথেই, কোন অনৈতিক পথেই, কোন ন্যায় আসতে পারে না, কোন মঙ্গল, কোন কল্যাণ আসতে পারে না, উল্টে চূড়ান্ত সর্বনাশই অনিবার্য হয়ে উঠে। তাই আমাদের সুদৃঢ় দাবি এই অমানবিক উচ্ছেদ অভিযান তৎক্ষনাৎ বন্ধ করুন, হাজার হাজার উচ্ছেদ হওয়া হতদরিদ্র মানুষকে খোলা আকাশের নিচে অভুক্ত রেখে হত্যা করার পথ থেকে সরে এসে মহান পুরুষ শ্রীমন্ত শঙ্কর দেবের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের বাণীকে উজ্জ্বল ও অক্ষুন্ন রাখুন।

অসমের সমাজ জীবনের এই চূড়ান্ত সঙ্কটজনক মুহূর্তে জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে সকল জনগণের প্রতি আমাদের আন্তরিক আবেদন সকল প্রকার সংকীর্ণতা-খণ্ড চিন্তা, সাম্প্রদায়িকতার উর্দ্ধে উঠে এই চূড়ান্ত সর্বনাশা উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবিতে গণতান্ত্রিক, মানবিক, মূল্যবোধের ভিত্তিতে সংঘবদ্ধ হোন, তীব্র আন্দোলন গড়ে তুলুন এবং একে রুখে দাঁড়ান, একে প্রত্যাহার করতে আসাম সরকারকে বাধ্য করুন এবং সমস্ত জনগণের ঐক্যকে চোখের মনির মত রক্ষা করুন।

Spread the News
error: Content is protected !!