বাজারিছড়া সহায়ক স্বাস্থ্যকেন্দ্রে সফল বন্ধ্যাত্ব নিরসন শিবির

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শ্রীভূমি জেলা স্বাস্থ্য সমিতি ও বাজারিছড়া হসপিটালের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বাজারিছড়া সহায়ক স্বাস্থ্যকেন্দ্রে এক সফল বন্ধ্যত্ব নিরসন শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ২২ জন মহিলার স্থায়ী বন্ধ্যাত্ব নিরসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডাঃ নিলাদ্রী শেখর দাস। শিবির চলাকালীন মহিলাদের রক্ত ও প্রস্রাব পরীক্ষা করেন ল্যাবরেটরি টেকনিশিয়ান দেবজ্যোতি ভট্টাচার্য।

শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাজারিছড়া হসপিটালের প্রতিনিধি দিলদার হোসেন চৌধুরী ও গোপাল সিনহা।এছাড়া শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এএনএম, জিএনএম, আশাকর্মী ও আশা সুপারভাইজাররা। শিবিরটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল অংশগ্রহণকারী ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাজারিছড়া হসপিটালের ইনচার্জ ডাঃ শাহজাহান লস্কর।

বাজারিছড়া সহায়ক স্বাস্থ্যকেন্দ্রে সফল বন্ধ্যাত্ব নিরসন শিবির

Author

Spread the News