উন্নয়ন অব্যাহত রাখতে কৃষ্ণেন্দু পালকে ফের নির্বাচনের আহ্বান : সুভাষ
গোকিলায় সংবর্ধনার জোয়ারে ভাসলেন_____
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বরাক উপত্যকার রাজনৈতিক আবহে যেন উৎসবের রঙ ছড়ালেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সুভাষ দত্ত। দু’দিনের সফরে শিলচর থেকে শ্রীভূমি জেলা সাদর হয়ে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের গোকিলা পর্যন্ত যেখানেই গেছেন, উচ্ছ্বাসে ভরপুর কর্মী-সমর্থকদের সংবর্ধনায় ভেসেছেন তিনি। মণিপুরি ব্যান্ড, ঐতিহ্যবাহী মৃদঙ্গ আর ফুলেল শুভেচ্ছায় সাজানো এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয় ছিল উন্নয়নের বার্তা ও আগামী দিনের প্রত্যাশার অঙ্গীকারও। দুই দিনের বরাক সফরে এসে অভূতপূর্ব সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সুভাষ দত্ত। সফরের প্রথম দিন তিনি শিলচরের একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর দ্বিতীয় দিন রবিবার সকালেই তিনি শ্রীভূমি জেলার বিজেপি কার্যালয়ে পৌঁছে জেলা সভাপতি ও ওবিসি মোর্চার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এরপর সেখান থেকে সরাসরি রওনা হয়ে পৌঁছে যান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্বাচনীয় কেন্দ্রের পাথারকান্দির গোকিলায়। গোকিলা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে, পাথারকান্দি মণ্ডল বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়।
সভায় সুভাষ দত্তকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ঐতিহ্যবাহী গামছা ও মুকুট পরিয়ে সম্মাননা জানান ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক বিমল সিনহা। পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপার্সন রীতা সিনহা, কার্বি আংলং অটোনোমাস কাউন্সিলের সদস্য পবন কুমার, কাছাড় জেলা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, প্রসেনজিত দেব ও সন্তোষজিৎ রাজকুমারকেও গামছা পরিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন পাথারকান্দি মন্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা। সভায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, শিক্ষাবিদ বিশ্বজিৎ সিনহা ও রেনুকা সিনহা প্রমুখ বক্তারা সংখ্যলঘু বিষ্ণুপ্রিয়া মনিপুরি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা বলেন, পার্শ্ববর্তী ত্রিপুরায় এই জনগোষ্ঠী ইতিমধ্যেই ওবিসি তালিকাভুক্ত হলেও অসমে আজও তা হয়নি, যার ফলে শিক্ষা, চাকরি ও সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই সম্প্রদায়ের মানুষ।প্রধান অতিথির বক্তব্যে সুভাষ দত্ত বলেন এই দাবির পূরণ না হওয়ার একমাত্র কারণ বিগত দিনের কংগ্রেস সরকার। বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্তকরণের সুযোগ পেয়ে ও সেই সুযোগ কাজে লাগায় নি কংগ্রেস সরকার। এই সরকার তাদের শাসনকালে শুধু ভোট আসলেই মিথ্যা প্রতিশ্রূতি দিয়ে ভোট বৈতরনী পার করেছিল বলে অভিযোগ তোলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সুভাষ দত্ত এও বলেন, তারা শুধু ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে কোনও পদক্ষেপ নেয়নি। বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার আছে, আমরা খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে এই দাবি পূরণের পদক্ষেপ নেব।

তিনি আরও বলেন,বিগত দিনে জেলা সদর শ্রীভূমি থেকে পাথারকান্দি যেতে দুই-তিন ঘণ্টা সময় লাগত, এখন আধা ঘণ্টায় যাওয়া সম্ভব। এটি বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফল। পাথারকান্দির মানুষ কৃষ্ণেন্দু পালকে দুইবার বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন, বর্তমানে তিনি মন্ত্রী হয়ে রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। এমন কর্মতৎপর নেতা পেয়েছেন পাথারকান্দিবসী যেনি দিনরাত এক করেকেন্দ্রের জনগণের সুখে দুঃখে পাশাদাড়ানরও পাশাপাশি একালার উন্নয়নের সচেষ্ট থাকার চাপ রেখে চলছে। তাই সভার শেষ লগ্নে তিনি উপস্থিত সকলকে আহ্বান জানান উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগন্ত ২০২৬ সালের নির্বাচনে কৃষ্ণেন্দু পালকে পুনরায় তৃতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত করে রাজ্যের বিধানসভায় পাঠানোর জন্য। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধাপ্যারী জেলা পরিষদ সদস্য বীণারানি সিনহা, পাথারকান্দি ব্লক আঞ্চলিক সভানেত্রী রীনা সিনহা, ভুরুঙ্গা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রত্না সিনহা, জিপি সভাপতি সঞ্জীব সিনহা, ওবিসি মোর্চার মনোজ সিনহা, গৌতম সিনহা সহ বহু কর্মী-সমর্থক।