ওড়িশায় ছাত্রী ধর্ষণ, পাথারকান্দি এনএসইউআই রাজ্য সভাপতি কুশপুতুল দাহ এবিভিপির
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ওড়িশার এনএসইউআই রাজ্য সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে ১৯ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতনের প্রতিবাদ জানালো এবিভিপি পাথারকান্দি শাখা। বৃহস্পতিবার এনএসইউআই রাজ্য সভাপতি উদিত প্রধানের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানান। এ দিন সন্ধ্যায় পাথারকান্দি শাখার উদ্যোগে শিবেরগুল ও ইচাবিল শাখার সদস্যরা শহরের পুলিশ পয়েন্ট থেকে পেট্রোল পাম্প পর্যন্ত মিছিল বের করে। প্ল্যাকার্ড হাতে ‘উদিত প্রধানের শাস্তি চাই’, ‘নারী নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও’, ‘NSUI হায় হায়’ ইত্যাদি স্লোগানে কাঁপিয়ে তুলেন পাথারকান্দির রাজপথ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ABVP-এর সৌরভ দাস, বিকাশ কানু, অলোক শ্যাম, চাঁদনী সিনহা, সানি দাস, কপিল পাল, বিনয় দেবনাথ, অনিক দাস, জয় দাস, গৌরব কর, সুরজ রায়, প্রসেনজিৎ দেব, কনক চক্রবর্তী, কিষণ দেব, করণ পাল, আয়ুষ পাল সহ আরও অনেকে।