শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে, মৃত বেড়ে ২৫০

১ সেপ্টেম্বর : রবিবার গভীর রাতে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০, যা আতঙ্ক ছড়িয়েছে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বেশ কিছু অঞ্চলেও। রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয়। কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন।

ঘুম ভেঙে অনেক মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন। রাজধানী দিল্লি-সহ উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায়ও ভূমিকম্পের আঘাত টের পাওয়া যায়।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০ এবং এটি স্থানীয় সময় গভীর রাতে অনুভূত হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ওই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার একটি ছিল ৫.২ মাত্রার। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের নিকটবর্তী আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে বহু বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Spread the News
error: Content is protected !!