বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে

১৩ মে : ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ২৩ থেকে ২৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’- যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।

তিনি আরও জানান, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

এর সম্ভাব্য প্রভাব অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল। বাংলাদেশ আবহাওয়া দপ্তর (বিএমডি) আজ এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

আজ রাত ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত নদীবন্দরগুলোতে জারি করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে এ অবস্থা বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর : আজকাল ডট ইন।

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে
Spread the News
error: Content is protected !!