হাইলাকান্দিতে “স্টপ ডায়রিয়া” কর্মসূচি শুরু

জনসংযোগ, হাইলাকান্দি।
হাইলাকান্দি ১০ জুলাই : হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার থেকে স্টপ ডায়রিয়া কর্মসূচি শুরু হয়েছে। ডায়রিয়ার কারণে শিশু-মৃত্যু শুন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রায় এই কর্মসূচিটি লালা ব্লক প্রাইমারি হেল্থ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা জুড়ে শুরু করা হয়। এসিস্ট্যান্ট কমিশনার জনাদি লাঙথাছা কর্মসূচিটির উদ্বোধন করেন। এতে অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডাঃ কেটিএস রঙমাই, ডাঃ অমলেন্দু দাস, মিডিয়া এক্সপার্ট মনিকা দাস প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। উল্লেখ্য এই কর্মসূচির অধীনে জেলার শুন্য থেকে ৫ বছরের মধ্যবর্তী শিশু থাকা সব ঘর আশা কর্মী ও অঙ্গনাদি কর্মীরা পরিদর্শন করবেন। পরিদর্শন কালে তারা স্বাস্থ্য,পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত সচেতনতা অভিযান পরিচালনা করবেন এবং একটি করে ওআরএস প্যাকেট বিতরণ করবেন।

Author

Spread the News