কুম্ভায় শুরু হচ্ছে আঞ্চলিক মহিলা ফুটবল প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ৬ জুলাই : আগামী ৮ জুলাই থেকে কুম্ভায় কাছাড় স্পোর্টস ফোরামের উদ্যোগে আঞ্চলিক মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে। চলবে ১৩ জুলাই পর্যন্ত। উধারবন্দের কুম্ভা চা-বাগানের হ্যাপি ভ্যালি ফুটবল মাঠে মোট ৮ দলের আঞ্চলিক প্রতিযোগিতা হতে চলেছে। ইতিমধ্যেই ১২২ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতায় থাকছে কুম্ভার স্থানীয় সংস্থা “ক্লাব কুম্ভা”। এছাড়াও বিশেষ বাগান ম্যানেজার অনিল গুরুং সহযোগিতায় রয়েছেন। রেফারি, ম্যাচ অফিসিয়াল ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে থাকছেন বকুল বরুয়া ও অন্যান্যরা।

রবিবার শিলচরের এক অভিজাত হোটেলে সিএসএফ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শান্তনু রায়, সাধারণ সম্পাদক সুদীপ রায় চৌধুরী, কোষাধ্যক্ষ মিঠুন রায়, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মণিভূষণ চৌধুরী, ক্লাব কুম্ভার সভাপতি সিদ্ধার্থ দেব রায়। এছাড়াও সিএসএফের প্রাক্তন সভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য, সহ-সভাপতি আশিস চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক অনিমেষ চন্দ, কার্যকরী সদস্য কাজল রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরু করা, বরাকের ক্রীড়া ক্ষেত্রে এক ব্যতিক্রমিক সংগঠন হচ্ছে কাছাড় স্পোর্টস ফোরাম অর্থাৎ সিএসএফ। বিগত দিনে কাছাড় জেলার বিভিন্ন এলাকার খেলার উন্নয়নের স্বার্থে, দু’বার এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা করে এক নজির সৃষ্টি করেছে সিএসএফ। নতুন নতুন প্রতিভাকে ক্রীড়া ক্ষেত্রে তুলে ধরতে কাছাড় স্পোর্টস ফোরামের ভূমিকা অপরিসীম।

Spread the News
error: Content is protected !!