সড়ক সুরক্ষা সপ্তাহে কাছাড়ে সচেতনতা অভিযান শুরু

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : রাজ্য সরকারের নির্দেশে জেলা সড়ক সুরক্ষা কমিটি, কাছাড়ের উদ্যোগে ও জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় শনিবার থেকে সারা রাজ্যের সঙ্গে একযোগে শুরু হলো সড়ক সুরক্ষা সপ্তাহ। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলা এই কর্মসূচিতে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রথম দিনেই শিলচর ও উদারবন্দের বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হয়ে সড়ক সুরক্ষার “পঞ্চ সূত্র” ব্যানার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম, ইনফোর্সমেন্ট ইন্সপেক্টর সিমান্ত দাস, সহকারী ইনফোর্সমেন্ট ইন্সপেক্টর পার্থ এস. এইচ. তেরাং, পল্লব জ্যোতি নাথ প্রমুখ।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস সহ সদস্যরা পূজা মন্ডপে ব্যানার ও লিফলেট বিতরণ করে মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
শহরের ব্যস্ততম এলাকায় দুই চাকার মোটরসাইকেল ও স্কুটার চালক এবং আরোহীদের হেলমেট ব্যবহার ও গাড়ি চালকদের সিটবেল্ট বাঁধার অনুরোধ জানিয়ে লিফলেট বিলি করা হয়। এ সময় ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবহন বিভাগের পক্ষ থেকে জানানো হয়— “দুর্গা পূজার আনন্দঘন সময়ে একটিমাত্র ভুল যেন পরিবারের অন্ধকারের কারণ না হয়। তাই সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হচ্ছে, যাতে দুর্ঘটনামুক্ত পূজা উৎসব উদযাপন করা যায়।”