হাইলাকান্দিতে পোষণ পক্ষ অভিযান শুরু
জনসংযোগ,হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : হাইলাকান্দি জেলা সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে হাইলাকান্দিতে মহিলা ও শিশুদের পুষ্টি আহরণের উদ্দেশ্যে চলতি বছরের পোষণ পক্ষ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সুদর্শনপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযান শুরু হয়েছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত জেলায় পুষ্টিকর আহারের গুরুত্ব সংক্রান্ত এই অভিযানে সচেতনতা বাড়ানো হবে। চলতি বছরের এই অভিযান সপ্তম বছরে পড়ল।
এ বছরের অভিযানে শিশুদের জীবনের প্রথম এক হাজার দিবসের পুষ্টিকর আহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। এছাড়া শিশুদের স্থূলতা প্রতিরোধ স্বাস্থ্যকর আহার সম্পর্কেও প্রচারাভিযান ও চলতি বছরের অভিযানে গুরুত্ব পাবে।
