যাবজ্জীবন কয়েদিকে বাজারে ছুরিকাঘাত
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলচর কেন্দ্রীয় কারাগারে এক ভয়ঙ্কর ঘটনা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পরেশ মুড়া নামে এক বন্দী। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদি পরেশ মুড়া নামে এক বন্দিকে বাজারের মাঝখানে এক দুষ্কৃতি করে ছুরি দিয়ে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। কারাগারের পাশে থাকা বাজারে বন্দীকে একটি ধারালো ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ঘটনায় গুরুতর আহত হয় পরেশ মুড়া। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি না করে গুরুতর আহত বন্দীকে জেল হাসপাতালে রেখে জেল কর্তৃপক্ষ ঘটনাটি গোপন করার চেষ্টা চলছে বলে অভিযোগ।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বন্দী কীভাবে বেরিয়ে এল তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পুলিশের একটি দল শিলচর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। ঘটনাটি সোমবার বিকেলের।