শ্রীভূমির আজাদ সাগর রোডে আতঙ্কময় পরিবেশ

শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ মে : শ্রীভূমি এলাকার আজাদ সাগর রোড এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বছরের পর বছর ধরে চলতে থাকা এই দুরবস্থা আজও এই আতঙ্ক জন্ম দেয়। রাস্তার বেহাল অবস্থা, পর্যাপ্ত আলোর অভাব এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতির কারণে এই রোডে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এক টোটো গাড়ি চালকের ভাষ্যমতে  অন্ধকারে রাস্তার গর্তে পড়ে যান তাঁরা। অভিযোগ, “দু’দিন পরপর এভাবে মানুষ আহত হচ্ছেন। অথচ কোনও কর্তৃপক্ষ দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছেন না।” এমনকি জনপ্রতিনিধিদের নজরে পড়ছে না।

স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রোডে উচ্চ ক্ষমতাসম্পন্ন আলো বসানো হোক, রাস্তার মেরামতি ও ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হোক।

শ্রীভূমির আজাদ সাগর রোডে আতঙ্কময় পরিবেশ
Spread the News
error: Content is protected !!