শ্রীভূমি কর্ণমধুর ঐতিহ্যবাহী দরগাহ শরিফে বিশেষ ইফতার মহফিল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ মার্চ : শ্রীভূমি কর্ণমধুর ঐতিহ্যবাহী পীরে সৈয়দ শাহ হক আলি (রহ.) দরগাহ শরিফ, ঘোড়ামারা পীর সাহেব বাড়িতে শনিবার এক বিশেষ ইফতার মহফিলের আয়োজন করা হয়। মহফিলটি দ্বারুল কিরাত ঘোড়ামারা পীর সাহেব বাড়ি শাখা কেন্দ্র ও সৈয়দ শাহ হক্ব আলি (রহ.) বালিকা মক্তব ও হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। কোরান পাঠ ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে মহফিলের সূচনা হয়। ইফতার মহফিলে সভাপতিত্ব করেন দরবার শরিফের সৈয়দ আহমেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান্দানে রাসুল শাহ সুফি সৈয়দ মফিদুল ইসলাম মাদানি (সেটেলমেন্ট)। মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত।

বিশিষ্ট সমাজসেবী শাহেদ আহমেদ চৌধুরী, কারি মওলানা সৈয়দ আবুসামা আহমেদ, মাদ্রাসা ও নাজিম দারুল কেরাত কেন্দ্র, হাফিজ এমাদ উদ্দিন আত্তারি, প্রেসিডেন্ট করিমগঞ্জ জেলা রাষ্ট্রীয় ওলামা কাউন্সিল। মওলানা সুহেল নোমানি, প্রধান কারি গাউছিয়া দারুল কেরাত কেন্দ্র। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খান্দানে রাসুল শাহ সুফি সৈয়দ মফিদুল ইসলাম মাদানি মুনাজাতের মাধ্যমে ইফতার মহফিল সমাপ্ত হয়।
