শ্রীভূমিতে তৃতীয় দিনেও প্রতিমা নিরঞ্জন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শ্রীভূমি বিসর্জন ঘাটে তৃতীয় দিনও কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল প্রতিমা নিরঞ্জনের রোমাঞ্চকর পর্ব। রাত ১১টা ৪০ মিনিটে ভাসমান প্রদীপের আলোর মধ্যে দিয়ে প্রতিমাগুলি নদীতে প্রণিধান করানো হয়।
ঘাটে অসংখ্য ভক্তদের উপস্থিতি ছিল নজরকাড়া। দর্শকরা আনন্দ ও ভক্তিময় অনুভূতির সঙ্গে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান উপভোগ করেন।
শ্রীভুমি শহরে ইয়ুথ উইনিটি ক্লাবের প্রতিমার সঙ্গে সুরের সম্রাট জুবিন গর্গের প্রতিকৃতি একটি লরিতে ফুলের মালা দিয় সাজিয়ে র্যালি যোগে গান ও নৃত্য করে করে বির্ষজন ঘাটে নিয়ে যাওয়া হয়। এতে ইয়ুথ ইউনিটি ক্লাবে বেদী বির্ষজন পর্ব আরোও রোমাঞ্চকর হয়ে উঠে।