শ্রীভূমি জেলায় প্রাক্তন সেনা কর্মীদের প্রচার সমাবেশে যোগ দিতে আহ্বান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে সেনা বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রাক্তন সেনা কর্মীদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রচার সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে ১৪ অক্টোবর রামকৃষ্ণ নগরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে, ১৭ অক্টোবর মহিশাসনে, ২৪ অক্টোবর ভাঙ্গায়, ৩০ অক্টোবর বদরপুরে, ৪ নভেম্বর আদরকোনায়, ১১ নভেম্বর বরগুলে, ১৫ নভেম্বর রাতাবাড়িতে এবং ১৯ নভেম্বর নেতাজি পল্লীতে এই প্রচার সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রাক্তন সৈনিক, বিধবা, বীর নারী, বীর মাতা ও তাদের নির্ভরশীলদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!