শ্রীভূমি জেলার প্রাক্তন সেনা কর্মীর সন্তানদের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে শ্রীভূমি জেলার আর্মি, নেভি ও এয়ার ফোর্সের প্রাক্তন সেনা কর্মীর সন্তান যারা এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে সেন্ট্রাল পুল কোটা-য় অনলাইন যোগে আগামী ১৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দরখাস্ত জমা দিতে আহ্বান জানিয়েছেন। এতে প্রাক্তন সেনা কর্মীর সন্তানরা ওই কোর্সে ভর্তির জন্য সেন্ট্রাল পুল কোটায় DESW ওয়েব সাইট www.desw.gov.in এবং DGR ওয়েব সাইট www.dgrindia.gov.in এ অনলাইন যোগে দরখাস্ত জমা দিতে পারবে বলে জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!