শ্রীভূমি ডিস্ট্রিক্ট এ্যাডভোকেটস্ বারের সভাপতি তরুন, সাধারণ সম্পাদক বিজন

বরাক তরঙ্গ, ৬ জুন : শ্রীভূমি ডিস্ট্রিক্ট এ্যাডভোকেটস্ বার অ্যসোসিয়েশনের নির্বাচনে  সভাপতি পদে তরুণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক পদে বিজনকুমার পাল জয় লাভ করেন। বৃহস্পতিবার সকাল দশটায় ১৪টি পদে গোপন ব্যালট পেপারে ভোট হয়। বিকেল সাড়ে চারটার গণনা শুরু হয়।

নির্বাচন পরিচালক বরিষ্ট আইনজীবী বিশ্ববরণ বরুয়া, অরুণাংশু ভট্টাচার্য ও মমতাজ বেগম। বারের প্রাক্তন সভাপতি বিশ্ববরণ বরুয়া
ভোটের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে তরুন চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক চৌধুরীকে পরাজিত করেন। তরুণ বাবুর প্রাপ্য ভোট ১১৫টি বিপরীতে ফারুক চৌধুরী মাত্র ৬০টি ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

এদিকে, সাধারণ সম্পাদক পদে দুইবারের প্রাক্তন সাধারণ সম্পাদক বিজনকুমার পাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু মালাকারকে পরাজিত করে নির্বাচিত হন। বিজন বাবুর প্রাপ্য ভোট ৮৭টি, রাজু মালাকার ৫০টি এবং পিকলু দাস পেয়েছেন ৩৭টি ভোট।
সহ-সভাপতি পদে জয় লাভ করেন বিভাস দে তিনি অভিজিৎ দাসকে পরাজিত করে নির্বাচিত হন। বিভাস দে ৯৫টি ভোট ও অভিজিৎ বাবু পেয়েছেন ৭৮টি ভোট। সহসম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শুভঙ্কর দে।

শ্রীভূমি ডিস্ট্রিক্ট এ্যাডভোকেটস্ বারের সভাপতি তরুন, সাধারণ সম্পাদক বিজন

মহিলা সংরক্ষিত মহিলা পদে জয় লাভ করেন নিভা দে। তার মোট প্রাপ্য ভোট ১০৮টি , লাইব্রেরি সম্পাদক পদে জয় লাভ করেন অরিন্দম হাজরা। তার প্রাপ্য ভোট ১০৫টি। নয় জন সদস্য নির্বাচিত হন তাদের মধ্যে বিক্রম শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রীতম দাস, পদ্মাবতী সিনহা, শঙ্কর চক্রবর্তী, সোনালী দত্ত চৌধুরী, শিবেন্দ্র দাস, সংরক্ষিত মহিলা দু’টি আসনে জয়লাভ করেন সঞ্চিতা বনিক ও বীণা চক্রবর্তী।

Spread the News
error: Content is protected !!