বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রতি বছরের ন্যায় এবছরও সকাল দশটা থেকে শিলচর অম্বিকাপট্টিস্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব অম্বিকেশ্বর শিব মন্দিরে প্রাঙ্গনে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। বক্তব্যে বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক কৃপাসিন্ধু দেব বলেন, দোল বা হোলি ধর্মীয় অনুষঙ্গের আড়ালে থাকা এক সামাজিক অনুষ্ঠানও, যার সার্বজনীন আবেদন আছে। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এখন আর শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের মধ্যে হোলি খেলা নয়, বরং সব ধর্মের নারী পুরুষের মধ্যেই রং খেলার প্রবণতা দেখা যায়।

এদিন নৃত্য পরিবেশন করেন নটরাজ নৃত্যালয়ের প্রায় ৪০ জন বিভিন্ন বয়সের ছেলে-মেয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সঙ্গীতশিল্পী পরিমল পুরকায়স্থ এবং অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন ক্লাবের উপদেষ্টা তথা কবি-লেখক ও নেতাজি গবেষক নীহাররঞ্জন পাল, সভাপতি মনোতোষ পাল, সম্পাদক সিদ্ধার্থ বণিক, কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন, সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায় বর্মন, কার্যকরী সদস্য সুজিত দেব, বিকাশ দেব, বিপ্লব দেব, সোমা দেব, ময়ূর গুপ্ত, রুপালী দাস অভিষেক দেব, বিথীকা দেব প্রমুখ।

বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব
Spread the News
error: Content is protected !!