কিন্নরদের সামাজিক অধিকার পাইয়ে দিতে বিশেষ অনুষ্ঠান শনিবার  ‘আশ্বাস’ এর

বরাক তরঙ্গ, ২৮ জুন : রূপান্তরকামী বা কিন্নরদের সমাজে সুরক্ষা এবং অধিকার পাইয়ে দিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে শিলচর শহরের সামাজিক সংগঠন আশ্বাস। তারা ২৯ জুন শিলচরে এক বিশেষ আলোচনাসভা আয়োজন করেছেন। সেখানে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের লোকেদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আশ্বাস সামাজিক সংগঠনের তরফে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে জানানো হয়, কিন্নরদের জন্য সেল্টার হোম গড়ে তোলা থেকে শুরু করে তাদের আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া, ইত্যাদি বিষয়ে আলোচনা হবে তাদের অনুষ্ঠানে। সভাপতি অরুন্ধতী গুপ্ত বলেন, ‘আমাদের দেশের সংবিধান যদিও তৃতীয় লিঙ্গ হিসেবে কিন্নরদের পরিচিতি দিয়েছে তবে সমাজ তাদের গ্রহণ করতে চায় না। তারা আগে ট্রেনে ঘুরে ঘুরে জীবিকা সংগ্রহ করতেন, আজকাল সেটাও কমে গেছে। বরাক উপত্যকায় বেশ কয়েকজন কিন্নর রয়েছেন যাদের সমাজে তাচ্ছিল্যের সুরে হিজড়া বলা হয়। তাদের কেউ ঘর ভাড়াও দিতে চায় না। আমরা চাই তাদের জন্য একটি সেল্টার হোম গড়ে তুলতে এবং এদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করতে। আমাদের অনুষ্ঠানে এ নিয়ে আলোচনা হবে এবং এখান থেকে শুরু হবে এক সুদূরপ্রসারী কাজ।’

সম্পাদক অলকা দেব বলেন, ‘কিন্নরদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা রয়েছে তবে আমাদের এলাকায় যারা বসবাস করেন তারা এর থেকে বঞ্চিত কারণ তাদের ঠিকঠাক পরিচয় পত্র নেই। আমরা প্রথমে এই দিক শুধরে নিতে চাই এরপর তাদের প্রাপ্য সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হবে। অনুষ্ঠানে প্রশাসন এবং পুলিশের আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও বলা হয়েছে এতে আসতে। সবাই মিলে এই সমস্যা সমাধানে লেগে পড়লে সমাজে কিন্নরদের অবস্থা পাল্টে দেওয়া সম্ভব।’

এছাড়া এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সহ সম্পাদক অমৃতা সিনহা, সহ সভাপতি অমিতকুমার দাস, জয়দীপ চক্রবর্তী, আমির দাস, মৃঙ্গাঙ্ক সাহা, অর্ঝুন পাল, জয়িতা দেব, অন্বেষা দেব, সোনা গুপ্তা সহ অন্যান্যরা। তারা জানিয়েছেন ২৯ জুন শিলচর শহরের কাছাড় ক্লাবে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

Author

Spread the News