বাদ্রীপারের কবরস্থান নিয়ে ফের দু’পক্ষের মধ্যে উত্তেজনা, পৌঁছেন এসপি

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : দীর্ঘদিন থেকে কবরস্থান বলে স্থানীয় সবার কাছে পরিচিত। বর্তমানেও রয়েছে বেশ কয়েকটি কবর। সেই স্থানটি মন্দিরের জায়গা বলে দাবি করে ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় বাদ্রীপারে। জবরদখল নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে উধারবন্দ থানা এলাকার বাদ্রীপার গ্রামে। পালোরবন্দ চা-বাগান সংলগ্ন উধারবন্দ থানার অন্তর্ভুক্ত বাদ্রীপার গ্রামের কবরস্থান দখল নিয়ে বুধবার হিন্দু মুসলিম দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কবরস্থানের জমিতে মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে একবছর আগেও একবার দখলের চেষ্টা করা হয়েছিল। সেসময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বুধবার বিকেলে আবারও কবরস্থানের জমি দখল করতে প্রায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হয়ে মাটি ও ভরাট করেন বলে অভিযোগ। তাদের দাবি এই কবরস্থানটি মন্দিরের জায়গা। এখানে মন্দির নির্মাণ করা হবে। কবরস্থানের জমি দখল করার প্রতিবাদ জানাতে সেখানকার জনাকয়েক মুসলিম সম্প্রদায়ের পুরুষ মহিলা বেরিয়ে পড়েন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশসুপার ও উধারবন্দ থানার একদল পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও চাপা উত্তেজনা বিরাজ করছে। আগামী ২১ জানুয়ারি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে উভয়পক্ষকে আশ্বস্ত করেন পুলিশ সুপার। বর্তমানে সেখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায়।

বাদ্রীপারের কবরস্থান নিয়ে ফের দু’পক্ষের মধ্যে উত্তেজনা, পৌঁছেন এসপি

Author

Spread the News