কাছাড়ের কাশিপুরে বিস্ফোরণ, ছুটে গেলেন এসপি, আহত ২
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : ভয়ঙ্কর বিস্ফোরণ! গোটা কাশিপুরে সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে ছুটে গেলেন দলবল নিয়ে পুলিশ সুপার নুমুল মাহাতো।
জানা যায়, কাশিপুরের রবীন্দ্র দেবনাথ এক ব্যক্তির ঘরে ব্যাটারি বিস্ফোরণে এই আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় দুজন লোক আহত হয়েছেন। রিচার্জেবল ব্যাটারি ঘরে টেস্ট করার সময় হঠাৎ করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে ব্যাটারির। বিস্ফোরণের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছেন স্থানীয় লোকরা। ভয়ঙ্কর ঘটনায় দুজন লোক গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ উপস্থিত হয়ে আহত দু’জনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহত দুই ব্যক্তি হলেন বিবেকানন্দ দেবনাথ ও সেলিম বড়ভূইয়া।
এদিকে, পুলিশ সুপার নুমুল মাহাতো উপস্থিত হয়ে ঘটনার খোঁজখবর নেন। এরপর তিনি জানান, একটি রিচার্জেবল ব্যাটারি ঘরে টেস্ট করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দুজন লোক আহত হয়েছেন। তাঁরা বর্তমানে শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।