অবৈধ বেটিং অ্যাপের প্রচারে অভিযুক্ত একঝাঁক দক্ষিণী তারকা

হায়দরাবাদে ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা প্রকাশ রাজ

৩১ জুলাই : অবৈধ বেটিং অ্যাপের প্রচার করে ফেঁসে গেলেন বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। বুধবার হায়দরাবাদের ইডি দপ্তরে হাজিরা দিতে পৌঁছলেন তিনি। আর্থিক বিষয়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলব পেয়ে এই হাজিরা দিচ্ছেন তিনি। তবে ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্ত সহযোগিতার জন্যই তাঁকে ডাকা হয়েছে।

অভিযোগ, এই সমস্ত সেলিব্রিটিরা সামাজিক মাধ্যমে বেটিং অ্যাপ প্রচার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ ও বিভ্রান্ত করেছেন, যাঁদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। তাঁরা প্রচারে অনুপ্রাণিত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সেজন্য এই সমস্ত সেলিব্রিটিদের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর আওতায় মামলা রুজু হয়েছে বলে ইডি জানিয়েছে। এফআইআর-এ বলা হয়েছে, এই অ্যাপগুলি বিপুল পরিমাণে টাকা লেনদেন করে এবং তারকাদের প্রচারে বিভ্রান্ত হয়ে ফাঁদে পড়ে।

জানা গিয়েছে, এই অবৈধ বেটিং অ্যাপের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই একাধিক অভিনেতা ও সেলিব্রিটিকে তলব করা হয়েছে। প্রকাশ রাজ ছাড়াও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বিজয় দেবেরাকোন্ডা, রানা দাগ্গুবাতি ও লক্ষ্মী মঞ্চুকে। গত ২৩ জুলাই রানা দাগ্গুবাতিকে তলব করা হয়েছিল। ৩০ জুলাই, বুধবার প্রকাশ রাজকে তলব করা হল। এর পর আগামী ৬ আগস্ট বিজয় দেবেরাকোন্ডা আর ১৩ আগস্ট লক্ষ্মী মঞ্চুকে তলব করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়, তালিকায় রয়েছেন আরও বহু দক্ষিণী তারকা ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার। তাঁদের মধ্যে অন্যতম প্রণিতা সুভাষ, নিধি আগরওয়াল, অন্নয়া নাগাল্লা, শ্রীমুখী, সাই পল্লবী, রীতু চৌধুরী, ‘টেসটি তেজা’, শ্যামলা, হর্ষ সাই, ভাইয়া সানি যাদব, বিষ্ণু প্রিয়া, ইমরান খান সহ বহু চেনা মুখ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা কোটি কোটি টাকা নিয়ে অবৈধ বেটিং অ্যাপের প্রচার করেছেন। তাঁদের দিয়ে প্রমোশনাল কন্টেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছিল। এই প্রচার বহু মানুষকে বিভ্রান্ত করে অবৈধ অনলাইন বেটিংয়ের দিকে ঠেলে দিয়েছে এবং তাঁদের সর্বস্বান্ত করেছে বলে দাবি করা হয়েছে।
খবর : দৈনিক স্টেটসম্যান বাংলা।

Spread the News
error: Content is protected !!