দক্ষিণ শালমারা-মানকাচরে পর্যালোচনা সভা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : রাজ্য সরকারের মৎস্য, পশুপালন, ভেটেনারি ও পূর্ত দপ্তরের মন্ত্রী এবং পাথারকান্দি বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে শুক্রবার দক্ষিণ শালমারা-মানকাচরের জেলা কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ জেলাস্তরীয় পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয় এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের কাজের উপর গুরুত্ব দিয়ে কার্যকর সমন্বয় সাধনের তাগিদ দেন মন্ত্রী পাল।সভাটি মূলত পশুপালন ও পশুচিকিৎসা, মৎস্য এবং পিডব্লিউডি বিভাগের কাজকর্ম পর্যালোচনার লক্ষ্যে আয়োজন করা হয়।

পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিশনার রাহুল কুমার গুপ্ত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীশঙ্কর দাস, পরিচালক, মৎস্য বিভাগ পদ্মানন্দ চৌধুরি, মুখ্য প্রকৌশলী, পিডব্লিউডি পবিত্র পাটোয়ার, ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক, পশুপালন ও পশুচিকিৎসা প্রবীনকুমার দাস, অতিরিক্ত পরিচালক, ভেটেরিনারি বিভাগ চন্দন ছেত্রী, রাজ্য নোডাল অফিসার, মৎস্য বিভাগ ঋতুরাজ বরা, আইএএস, সচিব, মাটি সংরক্ষণ বিভাগ হরেন টোকবি, এপিএস, পুলিশ সুপার জয়ন্ত বরা, এসিএস, সিইও, জেলা পরিষদ। এছাড়াও গুরুত্বপূর্ণ এই সভায় ভার্চুয়ালি যুক্ত হন এমএস মনিবান্নান, আইএএস, কমিশনার ও সচিব, পশুপালন ও পশুচিকিৎসা বিভাগ, অসম সরকার। বৈঠকে আলোচিত মূল বিষয়সমূহ মধ্যে ছিল গ্রামীণ রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার প্রত্যন্ত অঞ্চলে দ্রুত রাস্তাঘাট নির্মাণে গতি আনার নির্দেশ প্রদান।পশু চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ। দুর্গম এলাকাগুলিতে ভেটেনারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ ইউনিট চালু ও জনবল বৃদ্ধির প্রস্তাব। টেকসই মৎস্য চাষ ও জৈব জলজ সম্পদ ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছোট ও মাঝারি চাষিদের জন্য প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বৃদ্ধির আশ্বাস সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের মধ্যে তথ্য আদান-প্রদান ও যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বলেনউন্নয়নের গতির পাশাপাশি স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকা একান্ত প্রয়োজন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা-র ‘বিকসিত অসম’ রূপকল্প বাস্তবায়নে বিভাগসমূহকে একসাথে কাজ করতে হবে। প্রত্যন্ত জনপদে যাতে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়, সে লক্ষ্যেই আমাদের এই বৈঠক।

তিনি আরও জানান, ভবিষ্যতে জেলায় যাতে অবকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন হয় এবং জনগণ সরাসরি সুফল পায়, সেদিকে সরকার পূর্ণ মনোযোগ দিচ্ছে।এই বৈঠক জেলার উন্নয়ন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের পর্যালোচনা সভার আয়োজনের পরামর্শ দেন।