ক্লাস্টার স্তরের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সোনাইয়ে

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : ক্লাস্টার স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয় সোনাই ব্লক। তারা হারায় বিন্নাকান্দি ব্লককে। এক উত্তেজনাপূর্ণ জয়ী হয় সোনাই ব্লক। খেলার সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের পদক ও ট্রফি প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে শেষ হয়, যা দলগত কাজ, শৃঙ্খলা এবং খেলাধুলার প্রকৃত চেতনাকে উদযাপন করে। এ দিন ছেলেদের অ্যাথলেটিকস ফাইনাল দিয়ে শুরু হয়।

Spread the News
error: Content is protected !!