বিপিএল-এর শেষ চারে সোনাই টাইটানস, মঙ্গলবার নভোটিয়াসের বিরুদ্ধে ম্যাচ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মার্চ : দেখতে দেখতে নকআউট পর্যায়ে চলে এসেছে বরাক প্রিমিয়ার লিগ (বিপিএল) টি টোয়েন্টির আসর। মঙ্গলবার আসরের প্রথম শেষ চারের ম্যাচে সোনাই টাইটান্স মুখোমুখি হবে নভোটিয়াস ইলেভেন শিলচরের বিরুদ্ধে। দুপুর বারোটা থেকে ম্যাচ শুরু হবে। তবে এর আগে মঙ্গলবারই রয়েছে প্রতিযোগিতার শেষ লিগ ম্যাচ। গুয়াহাটি বুলস এবং গেম চেঞ্জার্স নর্থ শ্রীভূমি দল এতে মুখোমুখি হবে। গুয়াহাটির দলটি জিতলে তারা খেলবে সেমিফাইনালে। তবে তারা হেরে গেলে তখন গ্রুপের তিনটি দলেরই একটি করে জয় হয়ে যাবে। সেক্ষেত্রে রানরেটে উপরে থাকা দলটি কোয়ালিফাই করবে।

উল্লেখ্য, ডি গ্রুপের তৃতীয় দলটি হল হারাঙ্গাজাও ইউনাইটেড। তারা আজ গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় তথা শেষ ম্যাচ খেলেছে। একসময় মনে হচ্ছিল গুয়াহটি বুলসকে চাপে ফেলতে পারবে তারা। ২৮ রানের মধ্যে চারটি উইকেটের পতনও ঘটিয়ে ফেলেছিল ডিমা হাসাওয়ের দলটি। কিন্তু পঞ্চম উইকেটে সিদ্ধার্থ শর্মা ও অনুরাগ তালুকদার নটআউট থেকে দলকে ১০৫ রানে নিয়ে যান। তাদের জন্য জয়ের টার্গেট ছিল ১০৪। চাপের মুখ থেকে ৬ উইকেটের জয়ে সেমিফাইনালে এক পা বাড়িয়ে রেখেছে গুয়াহাটির দলটি।
সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে হারাঙ্গাজাও ইউনাইটেড ১৮.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায়। আয়ুষ্মান মালাকার ২৭, অনিল শর্মা ১৪, বিজেন্দ্র দাওলাগপু ১১, সঞ্জীব বর্মন ১০ রান করেন। গুয়াহাটি দলের হয়ে তিনটি উইকেট নেন দিবাকর জোহরি। দুটি করে উইকেট পান ময়ুখ হাজরিকা ও বেদান্ত পাণ্ডে। সিদ্ধান্ত শর্মা ও প্রত্যয় রাজ পান একটি করে উইকেট। এখানে উল্লেখ করতে হয় যে প্রথমে সিটি ক্রিকেট ক্লাবের নামে খেলতে রওনা হয়েছিল তারা। তবে বিশেষ কারণে সিটি ক্রিকেট ক্লাব খেলছে না। সেজন্য ক্রিকেটাররা গুয়াহাটি বুলস নামে অংশগ্রহণ করছেন। নামী ক্রিকেটাররা জিতেই মাঠ ছাড়লেন।

বিপিএল-এর শেষ চারে সোনাই টাইটানস, মঙ্গলবার নভোটিয়াসের বিরুদ্ধে ম্যাচ
ডিএসএ-র কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরীর হাত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন সোনাই টাইটানসের শুভম দে।

সোমবার বিকেলে শ্রীভূমি সুপার কিংসও জিতেছে ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে শ্রীভূমি সুপার কিংস পুরো ২০ ওভারও খেলতে পারেনি। তারা তিন বল বাকি থাকতে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায়। দীপ শীল করেন সর্বাধিক ২২। এছাড়া বিশাল সিং ১৯, সৌরভ দে ১৭ এবং কালাম রাজা ১৪ রান করেন। সোনাই টাইটান্স দলের বিকাশ সিং এবং আব্দুর রহমান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া একজোড়া উইকেট পেয়েছেন অর্ণব নন্দী। জবাবী ব্যাটিংয়ে সোনাই ঠিক ১০০ রানে পৌঁছে যায় ১৬.৩ ওভারে। শুভম দে ২৯, কুণাল সিং ২২, অমন সিং ১৭, শুভঙ্কর বল ১৫ রান করেন। শ্রীভূমি সুপার কিংসের যে আটজন বল করেছেন তাদের মধ্যে কালাম রাজা দুই উইকেট নেন। সৌরভ দে এবং পারুল আহমদ অন্য দুই উইকেট ভাগ করে নিয়েছেন।

বিপিএল-এর শেষ চারে সোনাই টাইটানস, মঙ্গলবার নভোটিয়াসের বিরুদ্ধে ম্যাচ

সোনাইয়ের শুভম দে এবং গুয়াহাটির অনুরাগ তালুকদার এদিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। শুভমকে পুরস্কার তুলে দেন বুদ্ধদেব চৌধুরী। অনুরাগ তাঁর পুরস্কার নিলেন পার্থপ্রতিম ঘোষ এবং শিম্পি পালচৌধুরীর কাছ থেকে।

Author

Spread the News