সোনাইয়ে রেফারি সেমিনার ও প্রশিক্ষণ শিবির সম্পন্ন, সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : সোনাইয়ে সম্পন্ন হল সাপ্তাহিক রেফারি সেমিনার ও প্রশিক্ষণ শিবির। রবিবার রেফারি অ্যাসোসিয়েশন সোনাই এর আয়োজিত সাপ্তাহিক রেফারি প্রশিক্ষণে সংস্থার সব সদস্য ছাড়াও আরও আটজন নতুন করে জড়িত হয়েছেন। শিবিরে লালা থেকে এক রেফারি অংশ নেন। এদিন প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি ও বর্তমান শিলচর জেলা ক্রীড়া সংস্থার রেফারি ট্রেনিং সেন্টারের সচিব প্রবীর দাস।

এ দিন প্রশিক্ষণ শিবির উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই মাতৃভূমি এনজিও-র সভাপতি সিতাংশু দাস। তিনি অ্যাসোসিয়েশনের সভাপতি সায়াজুল হক লস্করের হাতে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্য করেন এবং আশ্বাস দেন আগামী দিনে যদি এই রেফারি অ্যাসোসিয়েশনের কোন সাহায্য ও সহযোগিতা দরকার হয় তিনি করে যাবেন। এদিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার, সোনাই মাধব চন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর, আব্দুল জলিল সহ অন্যান্যরা।

সোনাইয়ে রেফারি সেমিনার ও প্রশিক্ষণ শিবির সম্পন্ন, সংবর্ধনা

অনুষ্ঠানে তিনজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন প্রবীর দাস, শীতাংশু দাস ও বদর উদ্দিন মজুমদার।

এই প্রশিক্ষণ শিবিরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি সায়াজুল হক লস্কর (টিটু) সহ সদস্যরা। উল্লেখ্য, প্রতি রবিবার সকাল থেকে চলবে এই রেফারি প্রশিক্ষণ শিবির।

Spread the News
error: Content is protected !!