সাংবাদিক তৈয়বুর রহমানকে ‘তাজ উদ্দিন বড়ভূইয়া স্মৃতি সম্মাননা’ প্রদান সোনাই প্রেস ক্লাবের

প্রথম মৃত্যু বার্ষিকী পালন

বরাক তরঙ্গ, ৭ জুলাই : সাপ্তাহিক ‘এইতো স্বদেশ’ পত্রিকার সম্পাদক তথা সোনাবাড়িঘাটের বাসিন্দা তাজ উদ্দিন বড়ভূইয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালন করল সোনাই প্রেস ক্লাব। সোমবার সোনাই ক্লাব ভবনে স্মৃতিচারণ সভা ও সাংবাদিক সম্মাননা প্রদানের মাধ্যমে বড়ভূইয়ার প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর সোনাই-ধলাই এলাকার সাংবাদিক তৈয়বুর রহমান লস্করকে ‘তাজ উদ্দিন বড়ভূইয়া স্মৃতি সম্মাননা’ প্রদান করা হয়।

সোনাই প্রেসক্লাবের সভাপতি মিলন উদ্দিন লস্করের পৌরোহিত্য স্মৃতিচারণ সভায় প্রয়াত সাংবাদিক তথা লড়াকু ব্যক্তিত্ব তাজ উদ্দিন বড়ভূইয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ। তিনি বক্তব্যে বড়ভূইয়ার সঙ্গে কাটানো নানা দিক স্মৃতিমন্থর করেন। পাশাপাশি উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকা দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকা সম্পাদক তৈমুর রাজা চৌধুরী বলেন, ব্যক্তি স্বার্থে উর্ধ্বে ছিলেন তাজ উদ্দিন। যেমন সমাজের এক শুভ চিন্তক ছিলেন তেমনি পরিবারেরই। একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তিনি বলেন, ছাত্র সংগঠন পিএসইউ থেকে সম্পর্ক ছিল প্রয়াত বড়ভূইয়ার সঙ্গে। বড়ভূইয়ার সঙ্গে চলারপথে নানা ঘটনাগুলো তুলে ধরেন চৌধুরী।

সাংবাদিক তৈয়বুর রহমানকে 'তাজ উদ্দিন বড়ভূইয়া স্মৃতি সম্মাননা' প্রদান সোনাই প্রেস ক্লাবের

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরপিসির কর্তা সাধন পুরকায়স্থ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সম্পাদক উত্তম সাহা, সোনাবাড়িঘাট আঞ্চলিকের সভাপতি মজনুল হক মজুমদার, সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, প্রয়াতের ছেলে মারুফ বড়ভূইয়া, মকসুদ মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সোনাই-ধলাই অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক তৈয়বুর রহমান লস্করের হাতে সম্মাননাপত্র তুলে দেন প্রধান অতিথি অতীন দাশ ও সোনাই প্রেস ক্লাবের সম্পাদক মজবুল হক লস্কর। এদিন অতিথিরা তাজ উদ্দিন বড়ভূইয়ার স্মৃতিতে একটি ‘বুকলেট’ উন্মোচন করেন।

সাংবাদিক তৈয়বুর রহমানকে 'তাজ উদ্দিন বড়ভূইয়া স্মৃতি সম্মাননা' প্রদান সোনাই প্রেস ক্লাবের

Author

Spread the News