সোনাই এমএলএ কাপ ফুটবলে জয়ী রূপাইলবালি এফসি

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল রূপাইলবালি এফসি।  টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে তারা হারায় ডুংরিপার এফসি-কে। বুধবার নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৫০তম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ডুংরিপাডর এফসি কিন্তু দুই মিনিটের মধ্যে রূপাইলবালি এফসি সমতায় ফিরে যায়।

সোনাই এমএলএ কাপ ফুটবলে জয়ী রূপাইলবালি এফসি

খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান সুশান্ত বর্মণ। তাঁর হাতে পুরস্কার প্রদান করেন সামসুল ইসলাম বড়ভূইয়া ও সাজু আহমেদ। সেরা ডিফেন্ডার পুরস্কার পান ইন্তাজ আহমেদ, তাঁর হাতে পুরস্কার তুলে দেন আব্দুল জলিল। সেরা গোলকিপার হন সুশান্ত বর্মন, পুরস্কার প্রদান করেন অভয় দে ও জায়েদ মজুমদার। প্রতিভাবান খেলোয়াড় হিসেবে চাকাতেনের হাতে পুরস্কার তুলে দেন আমজাদ হোসেন বড়ভূইয়া। সেরা লিংকম্যান রাহুল দাসকে পুরস্কার প্রদান করেন শেখন বড়ভূইয়া। ম্যাচ পরিচালন করেন আব্দুল মজিদ চৌধুরী, শহিদ চৌধুরী, জাফর বড়ভূইয়া ও হোসেন বড়ভূইয়া। আগামীকাল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এমএম বাজাজ এবং রাজগোবিন্দপুর এফসি।

Spread the News
error: Content is protected !!