সোনাই এমএলএ কাপের খেলার নয়াসূচি

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : রাজ্যে তিনদিনব্যাপী শোক ও কিংবদন্তি গায়ক জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোনাইয়ে চলা এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে। ম্যাচগুলো পুনরায় নির্ধারিত হয়েছে। নয়াসূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ডুংরিপার এফসি বনাম রূপাইলবালি। ২৪ সেপ্টেম্বর  রাজগোবিন্দপুর বনাম অলতাফ এফসি। ২৫ সেপ্টেম্বর খেলা হবে ২৩ তারিখের বিজয়ী বনাম বারিকনগর। ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে এমএম বাজাজ বনাম ২৪ তারিখের বিজয়ী দল। এক প্রেসবার্তায় জানিয়েছেন সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি।

Spread the News
error: Content is protected !!